১২০ বছরের ক্লাব ইতিহাসে কখনোই বুন্দেসলিগার শিরোপা জিততে না পারা বায়ার লেভারকুসেন এবার গড়েছে ইতিহাস। জাবি আলোনসোর অধীনে বায়ার্ন মিউনিখকে টপকে ইতোমধ্যেই নিশ্চিত করেছে লিগ শিরোপা। একই সঙ্গে টানা অপরাজিত থাকার ধারাও বজায় রেখেছে জার্মান ক্লাবটি। এদিকে লিগ শিরোপা নিশ্চিতের পর এবার লেভারকুসেনের সামনে ট্রেবল জয়ের হাতছানি।
ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করা লেভারকুসেনের সামনে আছে জার্মানি ঘরোয়া টুর্নামেন্ট ডিএফবি পোকাল জেতার সুযোগ। এ প্রতিযোগীতায় ফাইনালে তাদের প্রতিপক্ষ বুন্দেসলিগার দ্বিতীয় স্তরের দল কাইজারস্লাটার্ন। আবার গতকাল ওয়েস্ট হামকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালও নিশ্চিত করেছে জাবির দল। ফলে এই দুই শিরোপা ঘরে তুলতে পারলেই ট্রেবল নিশ্চিত হবে দলটির।
ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগীতা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হামের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল লেভারলুসেন। আর গতকাল দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে জাবির দল। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থাকায় সেমি নিশ্চিত হয়েছে দলটির। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব রোমা।
এদিকে ওয়েস্ট হামের সঙ্গে ড্র করে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড আরও এক ধাপ বাড়িয়ে নিয়েছে লেভারকুসেন। একই সঙ্গে ভেঙেছে ১২ বছরের এক রেকর্ডও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলে চলতি মৌসুমে টানা ৪৪ ম্যাচ পরাজিত আছে লেভারকুসেন। এর আগে এত বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি নেই আর কোনো দলের।
এর আগে ২০১১-১২ মৌসুমে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির এই রেকর্ড ভেঙেই এবার নতুন মাইলফলক গড়েছে লেভারকুসেন।