আবারও কর্মী ছাঁটাই করার ঘোষণা দিলো মেটা। বিষয়টি নিজেই জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এর মাধ্যমে একসাথে প্রতিষ্ঠানটির মোট কর্মীর ১৩ শতাংশ চাকরি হারাবেন। খবর এনডিটিভির।
বুধবার (৯ নভেম্বর) এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে মেটা। বিবৃতিটি মেটার কর্মীদের কাছে পাঠানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে মার্ক জাকারবার্গ বলেন, এ সিদ্ধান্তের সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। আমি জানি এটি সকলের জন্যই খুব কঠিন একটা পরিস্থিতি। এজন্য আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি।
খরচ কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মেটা। এরই মধ্যে প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তির পরিমাণ কমানোর পাশাপাশি অবকাঠামোতে বিনিয়োগের বিষয়েও পুনর্বিবেচনা করা হবে বলে জানা গেছে। আগামীতে খরচ হ্রাসের জন্য এই ধরনের আরও পদক্ষেপ নিতে পারে মেটা, এমন আভাসও পাওয়া গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে।