গত বছরের ১১ থেকে ১৬ জুলাই, ২৫ থেকে ৩০ জুলাই এবং ১ থেকে ৬ আগস্ট পর্যন্ত দৈনিক ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। গত বছরের আগস্টের শেষ থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমতে থাকে। চার মাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার রোগী বাড়তে শুরু করে। জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে দেশে নতুন রোগী ও শনাক্তের হার আবারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৩ জানুয়ারি ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়। এরপর থেকে প্রতিদিন ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে ২৫ জানুয়ারি ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়, যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা।