প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আশা প্রকাশ করেছেন, চলতি বছর ১০ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে। বুধবার নিরাপদ অভিবাসন বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রতিমাসে গড়ে এক লাখ কর্মী বিদেশ যান। এর মধ্যে ৭০ থেকে ৮০ হাজার কর্মী সৌদি আরব যাচ্ছেন। এ বছর ১০ লাখ কর্মী বিদেশ যাবে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, তিন থেকে সাড়ে তিন বছর ধরে আমরা ঘুরছি। মার্কেট কোন সিস্টেমে খুলবে সেটা শুধু ইস্যু নয়, জাতীয় আগ্রহও বটে। মালয়েশিয়ার শ্রমবাজার খেলা নিয়ে সাংবাদিকরা খুব আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু সৌদিসহ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে কর্মীর কর্মসংস্থান হলেও সেই খবর গণমাধ্যম আসছে না।
ইমরান আহমদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাছাড়া করোনার আগে কর্মীর বিদেশ যাওয়ার গতি ভালো ছিল। করোনা এসে সেটিতে বাঁধা সৃষ্টি করে। এ সময় রিটার্ন মাইগ্রেন্টের সংখ্যা বেড়েছে। আশার কথা হচ্ছে, ওই সময়ে রেমিট্যান্সও বেড়েছে। তবে ওটার প্রভাব পড়েছে পরে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশে কর্মী পাঠাতে এখন আমরা দক্ষতার ওপর জোর দিচ্ছি।