জাতীয় দলের নতুন নিয়োগ পাওয়া স্প্যানিশ কোচ হ্যাভিয়েল ক্যাবরেরা নতুন কোচিং ষ্টাফদের সঙ্গে বসেছিলেন। নতুনদের মধ্যে রয়েছে জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য এবং সাবেক ফুটবলার মাসুদ কায়সার পারভেজ, তিনি আগে থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছেন।
এবার জাতীয় দলের সঙ্গে বিদেশি কোচিং ষ্টাফ নেওয়া হচ্ছে না। এখন থেকে দেশিরা কাজ করবেন। বিদেশি যারা ছিলেন তাদের সবাইকে বিদায় করা হয়েছে। ষ্টুয়াট ছিলেন সহকারি কোচ হিসাবে তাকে বিদায় দেওয়া হয়েছে সমঝোতার মাধ্যমে, যেভাবে হেড কোচ জেমিকে বিদায় দেওয়া হচ্ছে বা হয়েছে।
এবার বাফুফের বোধদয় হয়েছে। গত বারো তেরটা বছর দেশের জাতীয় দল গঠন, অপ্রয়োজনে বিদেশি কোচিং ষ্টাফ নিয়োগ করে সমালোচনার জন্ম দিয়েছে। সাফল্যের খাতা শূণ্য। কর্মকর্তাদের মুখে কথা ওই একটাই-ওই ম্যাচটা ভালো খেলেছে। ওই ম্যাচটাও গোল না মিস করলে জয় পেতাম। ওই ম্যাচে শেষ মুহুর্তে গোল না খেলে জয় এসে গিয়েছিল…..। এসব নানা কথায় এখন আর দেশের ফুটবল দর্শকদের মনে ধরে না। দেশের মানুষ চায় সাকসেস।
কমলাপুর স্টেডিয়ামে বাফুফের একাডেমী দেখতে গিয়ে মন্তব্য করেছেন সঠিক পথেই রয়েছে একাডেমি। আজ উত্তর বারিধারা ক্লাবের অনুশীলন দেখতে যাবেন কোচ। শুক্রবার আবাহনী ক্লাবে গিয়েছিলেন খেলোয়াড়দের অনুশীলন দেখতে। সেদিন তার সঙ্গে কোচিং ষ্টাফ ছিলেন না। পালাক্রমে সব ক্লাবে যাওয়ার ইচ্ছা আছে, সেখানে বিপ্লবরাও যাবেন। ৩ ফেব্রুয়ারি লিগ শুরু হবে। তার আগে যে কয়টা ক্লাবের অনুশীলন দেখা যায়। এর পর লিগশুরু হলে লিগের ম্যাচ দেখবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। খুঁজবেন নতুন কোনো প্রতিভা।