ফেসবুকে ব্যবহারকারীদের সমস্ত তথ্য গোপন থাকে কিনা, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যদিও মার্ক জুকারবার্গের সংস্থার বারবার দাবি করেছে, গোপনীয়তাই তাদের কাছে বেশি প্রাধান্য পায়। এবার ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন ফিচার চালু করছে ফেসবুক। কী সেই ফিচার? জানা গিয়েছে, ফেসবুক মেসেঞ্জারেও এবার চালু হচ্ছে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড’ ফিচারটি। অর্থাৎ মেসেঞ্জারের চ্যাটিংয়ের পাশাপাশি ভয়েস কল এবং ভিডিও কলও এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে। এই ফিচারটি ইতোমধ্যেই মেটা’র অন্তর্ভুক্ত হোয়াটসঅ্যাপে রয়েছে। এবার ইউজারদের তথ্য সুরক্ষার জন্য মেসেঞ্জারেও এটি চালু করা হলো।
এই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড বিষয়টি কী? এই ফিচারে আপনার সঙ্গে কার কী কথাবার্তা হচ্ছে কিংবা চ্যাটিংয়ে কী কী বিষয় আলোচনা করা হচ্ছে, তা সম্পূর্ণ গোপন থাকে। এ তথ্য সংস্থাও পায় না। অর্থাৎ আপনার ব্যক্তিগত ডেটা থাকে তালাবন্দি। তাই এবার থেকে নিশ্চিন্তে ফেসবুক মেসেঞ্জারে ভয়েস কল ও ভিডিও কল করা যাবে। ফিচারটি আপনার স্মার্টফোনেও এসেছে কিনা, তা নিশ্চিত হতে আপডেট করুন মেসেঞ্জার অ্যাপটি।
সম্প্রতি, ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হোয়াটসঅ্যাপের বর্তমান চ্যাটই শুধু নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজারদের ব্যাক আপ চ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে। এক্ষেত্রে একটি পাসওয়ার্ডের ব্যবহারের মাধ্যমে অপশনটি অন রাখতে পারবেন ইউজাররা। উল্লেখ্য, ফেসবুকের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা হয় না। বারবার এমন অভিযোগ ওঠার পর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। আবার ভুয়া খবর কিংবা হিংসা যাতে না ছড়ায়, তার জন্য সরিয়ে ফেলা হয়েছে হাজার হাজার অ্যাকাউন্টও।