আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে একবারও ৫০ ওভার ব্যাট করতে পারেনি টাইগাররা। মন্থর গতির ব্যাটিংয়ে লড়াইও করতে পারেনি লিটন দাসরা। সিরিজ জয় নিশ্চিত করে আফগানদের সামনে এবার হোয়াইটওয়াশ করার মিশন। অপরদিকে নিজেদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবেন লিটন-সাকিবরা।
কিন্তু ম্যাচের আগের দিন দুঃসংবাদ পেল টাইগার শিবির। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামার আগে অনুশীলন করতে পারেনি হাথুরুর শিষ্যরা।
আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এমন লজ্জার হারের পর গতকাল রবিবার হোটেলেই সময় কাটায় বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে আজ অনুশীলন করার কথা ছিল তাদের। তবে বৃষ্টির কারণে তা আর হয়নি।
বাংলাদেশের অনুশীলন স্থগিত হলেও আফগানরা অনুশীলন করবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করা আফগানরা আগামীকাল মাঠে নামবে সান্তনার জয়ের জন্য। বাংলাদেশ সময় দুপুর দুইটায় নিজেদের মান বাঁচানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ।
একদিকে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে তাদের চেয়ে এগিয়ে থাকা দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি। অপরদিকে লিটন দাসদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।