যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকা থেকে ড্রোনগুলো ছোঁড়া হয়েছে। তারা আরও বলেছে, ড্রোনগুলো ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জোটের জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি সৃষ্টি করেছে। খবর এএফপি ও রয়টার্সের
এই হামলার ফলে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগরে করিডোর এড়িয়ে আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল সমুদ্র পথ বেছে নিয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার রাতে ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে সর্বসাম্প্রতিক সন্দেহভাজন হুথি হামলার খবর দিয়েছে।
ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, দুর্ঘনাকবলিত জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রীক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার বলে মনে হচ্ছে।