ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৭ জুলাই) সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ঢাকা-১৭ নির্বাচনী এলাকা একটি অভিজাত এবং ডিপ্লোম্যাটিক জোন। এখানে বিভিন্ন দেশের দূতাবাস এবং তাদের গোয়েন্দা সংস্থাদের অবস্থান। জাতীয় নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। এরই মধ্যে ওই নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সেই সময়ে প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটি নির্বাচনে অতি সাধারণ মানের একজন প্রার্থীকে যেভাবে নির্যাতন এবং হামলা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা এ হামলার নিন্দা জানাই।
জড়িতদের বিচার দাবি করে এতে আরও বলা হয়, হামলার ঘটনায় যে বা যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আগামী দিনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এতে কোনো সন্দেহ নেই। এই ঘটনার দায় নির্বাচন কমিশনও এড়াতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনুন।