রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।
২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ করে ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়।
আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শত শত মানুষকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে। নানা সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গঠিত হয় তদন্ত কমিশন। সেই কমিশনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গুম কমিশন ইতোমধ্যে তাদের দুটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ গুম-খুনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।