জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুর দিন আরও একটি মন খারাপ করা খবর। হাসপাতালে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার বড় ছেলে ছেলে মিঠুন মিত্র।
তিনি বলেন, ‘ওনার (প্রবীর মিত্র) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ১০-১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন এইচডিইউতে রাখা হয়েছে বাবাকে।’
এর আগে প্রবীর মিত্রের ছোট ছেলে সংবাদমাধ্যমকে বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’
১৯৬৯ সালে ‘জলছবি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।