সাতদিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজা উপত্যকায় বিমান হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এছাড়া ইসরায়েলিদের লক্ষ্য পাল্টা হামলা শুরু কলেছে ফিলিস্তিনিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারাও।
শুক্রবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এরপরই দুই পক্ষ আগের মতো লড়াইয়ে লিপ্ত হয়।
তবে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, ফের যুদ্ধ শুরু হলেও হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় যুদ্ধবিরতির আলোচনা চলছে।
এ ব্যাপারে শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুদ্ধবিরতিতে ফিরে যেতে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।’
তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে এও জানিয়েছে, যুদ্ধবিরতি শেষেই ইসরায়েল যেভাবে আবারও নির্বিচার বোমা হামলা শুরু করেছে; তাতে আলোচনা কঠিন হয়ে যাচ্ছে।
গাজায় ইসরায়েলের হামলা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটি।
নতুন করে হামলা চালানো শুরুর পর শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েলি সেনারা। তারা সেখানকার মানুষকেও অন্যত্র সরে যেতে বলছে। এর আগে যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলের মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলিদের এমন নির্দেশনার পর লাখ লাখ মানুষ নিজের বাড়ি-ঘর ছেড়ে দক্ষিণাঞ্চলে পালিয়ে গিয়েছিলেন। এখন নতুন করে আরও মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কাতার জানিয়েছে, সাধারণ ফিলিস্তিনিদের তাদের বাড়ি-ঘর থেকে জোরপূর্বক বা ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।