ঈদুল আজহাকে সামনে রেখে গরু নিয়ে রাজধানীর গাবতলী গবাদী পশুর হাটে এসেছেন মো. আব্দুল। হাটে আসতেই ১ লাখ ৩০ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে এক ব্যাপারীকে। ঈদকে সামনে রেখে লাভের জায়গায় বড় লোকসান গুনে হতাশ হয়ে পড়েছেন তিনি।
মঙ্গলবার (১১ জুন) ভোরে চুয়াডাঙ্গা জেলা থেকে গাবতলী হাটে এসে পৌঁছান মো. আব্দুল। বিক্রির উদ্দেশ্যে সঙ্গে আনেন আটটি গরু। নিয়ে আসা গরু ট্রাক থেকে নামাতে গিয়েই ব্যবসায় বড় হোঁচট খান এই ব্যাপারী।
আলাপকালে মো. আব্দুল জানান, মঙ্গলবার ভোরে রাজধানীতে পৌঁছেছেন তিনি। আটটি গরু নিয়ে ঠাঁই নিয়েছেন গাবতলী গবাদী পশুর হাটে। ট্রাক থেকে গরু নামাতে গিয়ে দুর্ঘটনাবশত একটি গরুর পা ভেঙে যায়।
এই ব্যাপারী বলেন, এই গরুটা আমার কেনা ছিল ৩ লাখ টাকায়। পা ভাঙা গরু তো রাখাও যাবে না। পরে এইখানকার লোক আসলো, তাগো কাছে ১ লাখ ৭০ হাজারে বিক্রি করছি। আমার ১ লাখ ৩০ হাজার টাকা লস।
মো. আব্দুল যখন তার হতাশা প্রকাশ করছেন, তখন পাশে থাকা আরেক ব্যাপারী মো. ইসমাইল হোসেন বলে ওঠেন, একজন আরেকজনের বিপদ দেখে না ভাই। পারলে আরেকটু বিপদে ফেলে। পা ভাঙার পর যারা আসলো, তারা ১ লাখ ৭০ হাজার টাকায় গরুটা নগদ কিনে নিলো। ১০ মিনিট পর ৮০ হাজার টাকা লাভে আবার তারাই গরুটা কসাইর কাছে বিক্রি করলো।