গত ১৯ জুলাই’২৫ (শনিবার) বন্ধন, ভ্রাতৃত্ব আর আনন্দ ভাগাভাগির এক মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত হলো ‘ফল উৎসব ২০২৫’।
হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট কর্তৃক আয়োজিত ফলোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ।
হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হাজীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেকুজ্জামান শামিম, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির বাংলাদেশের প্রথম মহিলা যুব প্রধান ও চাঁদপুরের সাবেক যুব প্রধান রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকি, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য এবং উপদেষ্টা ওমর বিন ইউসুফ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার এবং প্রান্ত কর্মকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ বলেন, চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার যুব রেড ক্রিসেন্টের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। এই ফল উৎসবের মাধ্যমে চাঁদপুরবাসী তথা হাজীগঞ্জের নবপ্রজন্ম দেশীয় ফল সম্পর্কে চিনতে পারবে, জানতে পারবে।
প্রধান অতিথি আরো বলেন, আমাদের দেশের দেশীয় ফল প্রায় হারিয়ে যেতে বসেছে। মানুষজন ভুলতেই বসেছে দেশীয় ফলের স্বাদ ও উপকারিতা। দেশীয় ফলগুলো আমাদের শারীরিকভাবে কত উপকার বয়ে আনে, তা আমরা অনেকেই জানিনা।
অবশেষে তিনি দেশীয় ফল যেন হারিয়ে না যায়, সেজন্য উপস্থিত সকলকে বাড়ি ঘরের উঠানে এবং পরিত জায়গায় দেশীয় ফলের গাছ লাগানোর আহবান জানান।
দেশীয় ফল উৎসব অনুষ্ঠানে হাজিগঞ্জ উপজেলার যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা ছাড়া উপজেলার প্রায় সর্বস্তানির মানুষ উপস্থিত ছিলেন।