দেশ-বিদেশে তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করে অস্কারের ৯৫তম আসরে প্রতিযোগিতা করতে যোগ দিয়েছিল ‘হাওয়া’ সিনেমাটি। কিন্তু সেখানে এ ছবির জায়গা মেলেনি। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য নির্বাচিত ছবিগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫টি সিনেমা নিয়ে করা এ তালিকায় স্থান পায়নি ‘হাওয়া’।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের আগামী আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশ অংশগ্রহণ করেছে।
অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি। এরমধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীত হবে পাঁচটি চলচ্চিত্র। ২২ ডিসেম্বর এ ঘোষণা দিয়েছে অস্কার কর্তৃপক্ষ।
‘হাওয়া’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। ২৯ জুলাই মুক্তি পায় এটি। মুক্তির পরপরই তুমুল দর্শকপ্রিয়তা পায় এ ছবি। দেশের বাইরেও অর্জন করে জনপ্রিয়তা। বর্তমানে ‘হাওয়া’ বইছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে।
গভীর সমুদ্রে একদল জেলের মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।