ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত দুই জনের বিষয় নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই এবং বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বিওপি এলাকায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।
ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোর রাতে একজন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কাঠালডাঙ্গী বিওপি’র কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ভারত সীমান্তের ভিতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনও বিএসএফের কাছে আছে। তবে কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি বিজিবি ও পুলিশ।
অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসাপাড়া্ গ্রামের দুলু মিয়ার ছেলে ইদ্দিশ (৩০) গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে সোমবার রাত ১০টায় রত্নাই ক্যাম্পের কমান্ডার হান্নান ঢাকা মেইলকে বলেন, জানতে পেরে ইদ্দিশ নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আমরা তাদের পরিবারের ও বিএসএফ ক্যাম্পে খোঁজ খবর নিয়ে এর সত্যতা আমরা পাইনি।