জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন আট ওয়েব কনটেন্টের ঘোষণা দিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই। বুধবার রাতে ঢাকার একটি ক্লাবে আয়োজিত ‘হইচই মিট-২০২৩’ অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।
তানিম রহমান অংশু নির্মাণ করবেন ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজ। প্রধান চরিত্রে থাকবেন অপূর্ব। এটি প্রযোজনা করবেন শাহরিয়ার শাকিল। জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মাণ করা হবে।
একসাথে দুটি সিরিজ নির্মাণ করবেন আশফাক নিপুণ। একটির নাম ‘অ্যা কমন ম্যান’। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন মানুষের সামনে বিপুল অঙ্কের প্রলোভন এলে কী ঘটবে—সেটাই সিরিজে দেখানো হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।
আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর আলোচিত চরিত্র ওসি হারুন রূপে আবার পর্দায় আসছেন মোশাররফ করিম। সিরিজের দ্বিতীয় পর্ব ‘মহানগর-২’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। সিরিজটি প্রযোজনা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীব।
আফরান নিশোর আলোচিত সিরিজ ‘কাইজার’-এর দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। মীর মোকাররম হোসেনের প্রযোজনায় সিরিজটি মুক্তি পাবে ঈদুল আজহায়।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ নির্মাণ করবেন ‘মিশন হান্টডাউন’। নিখোঁজ স্বামী আর একটি জঙ্গি দলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিরিজটির কাহিনি। এতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। আরও আছেন এফ এস নাঈম ও সুমিত সেনগুপ্ত। মিম আগে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, তবে ওয়েব সিরিজ এবারই প্রথম।
কিংকর আহসানের উপন্যাস অবলম্বনে হইচই অরিজিনাল সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ নির্মাণ করছেন নির্মাতা অনম বিশ্বাস। মুশফিকুর রহমান প্রযোজিত সিরিজে কারা অভিনয় করছেন—এখনও তা জানানো হয়নি।
একজন শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদকে অপহরণের ঘটনা নিয়ে ‘অদৃশ্য’ নামে সিরিজ নির্মাণ করছেন নির্মাতা সাফায়েত মনসুর।
মশিউল আলমের ‘প্রিসিলা’ উপন্যাস অবলম্বনে হইচই অরিজিনাল সিরিজ ‘ডেল্টা-২০৫১’ নির্মাণ করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর। এতে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, রওনক হাসান।