আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আরও বেড়েছে। বুধবারও (১৮ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা ৩ দিন পণ্যটির মূল্য বৃদ্ধি পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
গত সোমবার প্রকাশিত শিল্প তথ্যে দেখা যায়, বিদায়ী সেপ্টেম্বরে মার্কিন মুলুকে রেকর্ড সয়াবিন চূর্ণ হয়েছে। তবে মাসিক ভিত্তিতে বিগত ৯ বছরের মধ্যে মজুত হ্রাস পেয়েছে। কনসাস এগ্রিকালচার পরামর্শক প্রতিষ্ঠানের অংশীদার কার্ল সেটজার বলেন, যুক্তরাষ্ট্রে গত ৯ বছরের মধ্যে সয়াবিনের মজুত কমেছে। এতে স্পষ্ট দেশটিতে তেলবীজটির চাহিদা ব্যাপক রয়েছে। স্বভাবতই সেখান থেকে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়ার কথা নয়। ফলে পণ্যটির দাম বেড়েছে।
ইতোমধ্যে ইউএস কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, গত রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই-তৃতীয়াংশ সয়াবিন মাড়াই হয়েছে। এ প্রেক্ষাপটে এখনও চাপে রয়েছে ভোজ্যতেল, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট তৈরির অন্যতম মূল উপকরণটির বাজার। আপাতত দক্ষিণ আমেরিকার বাজারে নজর রাখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বিশ্বের বৃহৎ ভোক্তা চীনে সয়াবিন আমদানি কমেছে। অন্যতম বৃহত্তম রপ্তানিকারক ব্রাজিলের মুদ্রার মান বেড়েছে। ফলে তেলবীজটির দর ততটা নাও বাড়তে পারে।