ডাক, টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ মানব সম্পদের প্রয়োজন। এ জন্য সবাইকে তথ্য-প্রযুক্তিতে অভিজ্ঞ হতে হবে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল দশটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটউটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আয়োজিত দুই দিনব্যাপী ইনক্লুসিভ হাইয়ার এডুকেশন: বাংলাদেশ কন্টেক্সট শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনাকালে বাংলাদেশ ই-লার্নিং অভিজ্ঞতা অর্জন করেছে। এখন কাগজ বিহীন লেখাপড়ার কারিকুলাম তৈরি করতে হবে। সকলকে ইন্টারনেট থেকে শিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে। ইমেইল-ইন্টারনেট ডিজিটাল লাইব্রেরী থেকে জ্ঞান আহরণ সুলভ এবং সহজ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধীদের লেখাপড়া এবং দেখভালের দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়া উচিত। এতে শিক্ষা মন্ত্রণালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যুৎসই শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সহায়ক পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরের জন্য ডিজিটাল জ্ঞান অর্জন করতে হবে। স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ডাইভার্সএশিয়া’র সমন্বয়কারী যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ব্রাউন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের আইআইটির পরিচালক এবং ডাইভার্সএশিয়া’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রধান অধ্যাপক এম শামীম কায়সার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশ থেকে সমবেত শিক্ষক ও গবেষকগণ তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বুয়েটের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালা আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্পন্ন হবে।