চাঁদপুর জেলায় ‘লকডাউনে’র দ্বিতীয় দিনে স্বাস্থবিধি না মানায় ১০৬ মামলায় ১০৬ জনকে ৬৯ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা সদর ও সাত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১০৬ মামলায় ১০৬ জনকে ৬৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে এক সপ্তাহের কঠোর ‘লকডাউনে’র দ্বিতীয় দিনেও চাঁদপুর জেলা সদর ও উপজেলা পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। শহরের লোকজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিংসহ প্রচারণা অব্যাহত রয়েছে।