কুষ্টিয়ার ভেড়ামারায় টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে স্বামীর সামনেই চারজন মিলে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার পুলিশ জানায়, দলবেঁধে ধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে ভুক্তভোগীকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। পাওনা টাকা আনতে ভ্যানযোগে ওই হোটেলে যাচ্ছিলেন তারা। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের গতিরোধ করে কয়েক যুবক। এ সময় স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় যান।
ঘটনার সত্যতা স্বীকার করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনার পরপর অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে বলেও জানান তিনি।