বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত স্বামীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেই যাচ্ছেন। এবার স্বামীর বিরুদ্ধে তার নগ্ন ভিডিও তৈরি করে তা প্রকাশের অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।
কয়েকদিন আগে রাখির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তার স্বামী আদিল দুরানিকে। বর্তমানে তাকে আর্থার রোড জেলে রাখা হয়েছে। আগেই আদিলের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং আর্থিক নয় ছয়ের অভিযোগ তুলেছেন রাখী।
রাখি আবারও বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে। অভিযোগে তিনি জানান, আদিল তার নগ্ন ভিডিও বানিয়েছেন। এবং তা বাজারে ছড়িয়েও দিয়েছেন।
সম্প্রতি রাখী সাওয়ান্ত বলেন, ‘আদিল আমার নগ্ন ভিডিও তৈরি করেছে। আর তা লোকজনের বিক্রিও করে দিয়েছে। সাইবার ক্রাইম বিভাগের কাছে আমার অভিযোগ এটাই। আর এবার ও তৃতীয়বারের জন্য তনুকে বিয়ে করতে চাইছে।’
রাখি আদালতের বাইরে গণমাধ্যমের কাছে এ প্রসঙ্গে বলেন, ‘আমি আদালতে এসেছি নিজের কথা বলতে। আদিলের জামিন পাওয়া উচিত নয়। আমি আমার মেডিকেল টেস্ট করিয়েছি। এবং সমস্ত তথ্য এবং প্রমাণ ওশিয়ারা পুলিশের কাছে জমা দিয়েছি। আমি বিচারকের কাছে বিচার চাইতে এসেছি।’
রাখি আরও বলেন, ‘আদিল আমার উপর অত্যাচার করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি চাই না ও জামিন পাক। আমি ওকে আমার ব্যাংক স্টেটমেন্টও দিয়েছি। ও আমার কাছ থেকে ওটিপিও নিয়েছে। আর তার মাধ্যমে আমার টাকা চুরি করেছে। ও আমার বিশ্বাস ভেঙেছে।’
উল্লেখ্য, চলতি বছর সবাইকে চমকে দিয়ে বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত জানান যে, তিনি তার প্রেমিক আদিল দুরানিকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তিনি যে অনেকদিন আগেই বিয়ে করেছেন, এবং তা স্বামীর কথাতেই এতদিন গোপন রেখেছেন, সে কথাও জানান।
এরপর একাধিক অভিযোগ তুলেছেন রাখি। পাল্টা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আদিলও। অভিনেত্রীর দায়ের করা এফআইআরের ভিত্তিতেই আদিলকে পুলিশ গ্রেফতার করেছে।