বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের ফাইনাল শুক্রবার। দুই ফরম্যাটেই দুই অধিনায়কের নেতৃত্বে মাঠে নামছে সবুজ দল ও নীল দল। টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন নেতৃত্ব দিচ্ছেন নীল দলের। অন্যজন ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ নেতৃত্ব দিচ্ছেন সবুজ দলের। দুই অধিনায়ক শুক্রবার মুখোমুখি হচ্ছেন স্বর্ণপদকের লড়াইয়ে।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫০ ওভার দৈর্ঘ্যের ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। তিন দলের আসরে দুই ম্যাচেই দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা-জাহানারাদের বাংলাদেশ নীল দল। অন্যদিকে বুধবার অলিখিত সেমিফাইনালে নিগার সুলতানা জ্যোতির লাল দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে রুমানাদের বাংলাদেশ সবুজ দল।
এক বছর অপেক্ষার পর বাংলাদেশ গেমস দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে আগেভাগেই।