করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। ৮ মার্চ সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কাজী হায়াৎ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন অসংখ্য জনপ্রিয় সিনেমার এই নির্মাতা।
গত ২ মার্চ করোনা প্রতিরোধী টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ ও তার স্ত্রী। এরপর গত ৬ মার্চ থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন তিনি। এ কারণে ৮ মার্চ সকালে স্ত্রীসহ করোনা পরীক্ষা করেন তিনি। সে সন্ধ্যায়ই এর ফল আসে। এতে দুজনেরই পজিটিভ হয়েছেন।
কাজী হায়াৎ বলেন, ‘২ মার্চ টিকা নেওয়ার পর ৩, ৪ ও ৫ তারিখ পর্যন্ত কোনও সমস্যা হয়নি। এরমধ্যে স্বাভাবিকভাবেই ঘরের বাইরে বিভিন্ন কাজ করেছি। ৬ তারিখ থেকে জ্বর আসে। টানা দুই দিন জ্বর থাকায় ৮ মার্চ করোনা টেস্ট করালে ফল পজিটিভ আসে। আমার সঙ্গে আমার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।’
গত ২৭ ফেব্রুয়ারি হিরো আলমের সিনেমা ‘টোকাই’-এর শুটিং করেছেন কাজী হায়াৎ। এছাড়াও কয়েকদিন ধরে এফডিসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। সেখান থেকে অসর্তকতাবশত করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলেও জানান তিনি।