বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক স্ত্রীর অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছেন. বলে অভিযোগ তার পরিবারের। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক সাবরিনাসহ নির্যাতনকারীদের সাজা চান সাজ্জাদের বাবা-মা। তবে, এ নিয়ে কথা বলতে অভিযুক্ত পরিবারের কাউকে পাওয়া যায়নি।
ওয়ারস্ট্রিটের এই বাড়ির ছোট ছেলে শেখ সোয়েব সাজ্জাদ। দশ বছর আগে মার্কিন মুল্লুকে পাড়ি জমান। নাগরিকত্বও নেন দেশটির। বনানী ডিওএইচএস-এর একটি বাসা থেকে শোয়েব সাজ্জাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ৩০ এপ্রিল। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করে তার পরিবার। বলা হয়, স্ত্রী সাবরিনা ও শশুরবাড়ির লোকজনের অত্যাচারে আত্মহননের পথ বেছে নেন সাজ্জাদ।
বিষয়টি আমেরিকান দূতাবাসকেও অবহিত করার কথা জানায় পরিবার। সাজ্জাদের পরিবারের অভিযোগ, কাজী ফাহাদ নামের এক যুবকের সঙ্গে পরকীয়ার জেরে সাজ্জাদের ওপর নানা নির্যাতন করতেন স্ত্রী সাবরিনা। মামলার পর ফাহাদকে গ্রেফতার করে পুলিশ। ছেলে হত্যার জন্য তার স্ত্রীর পরিবারকে দায়ী করে শাস্তি দাবী করেন সাজ্জাদের বা আমি বা-মা।