ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা খেলাফতে মজলিশের সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ বলেন, “ইকবাল হোসেন বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।
“গত ১৫ মে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।“ তিনি জানান, সরকার বিধি অনুযায়ী নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার জানান, ১২ মে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গ্রেপ্তার হেফাজত নেতার শারিরীক সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উনার (ইকবাল হোসেন) পেট ফুলে যেত। নারায়ণগঞ্জ কারাগারে থাকতেও দু’বার স্থানীয় হাসপাতালে নিয়েছি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়।“
হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের ৩ এপ্রিলের রিসোর্টকাণ্ডের পর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকার জুরাইন থেকে ইকবালসহ ৪ নেতাকে ১২ এপ্রিল গ্রেপ্তার করে র্যাব। পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ছয়টি মামলার আসামি ছিলেন ইকবাল হোসেন।