ফেনীর সোনাগাজীতে আলিম প্রথম বর্ষের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ইয়াছিন (২৫) নামে এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাজিরপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিন সকালে ওই ছাত্রীর বাবা হাফেজ উল্লাহ বাদী হয়ে অপহরণ ও সহায়তার অভিযোগে দুই জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনার সহযোগী সিএনজি চালক আবদুল খালেককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহৃত মাদ্রাসা ছাত্রীর বাবা ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়েকে ইয়াছিন বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন। কিছুদিন আগে আমার মেয়েকে তিনি প্রেমের প্রস্তাব দিলে এতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। পরে বিষয়টি আমরা তার পরিবারকে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে আমার ছেলের সঙ্গে মেয়ে আলিম প্রথম বর্ষের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নবাবপুর ইউনিয়নের নাজিরপুর বড় পোল এলাকায় পৌঁছালে ইয়াছিন তাদের গতিরোধ করেন। পরে আমার ছেলেকে আঘাত করে ইয়াছিন ও সহযোগী সিএনজি চালক আবদুল খালেকসহ আরও কয়েকজন জোরপূর্বক আমার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। আমি আমার মেয়ের খোঁজ চাই।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঢাকা পোস্টকে জানান, অপহরণে সহযোগিতার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।