রাজধানীর বুকে প্রতিনিয়ত ছুটছে হরেক রকমের রিকশা। বাহন হিসেবে এটি যেমন ঐতিহ্যবাহী, ততোধিক এর পেইন্টিং। যেটিকে উপজীব্য করে অমিতাভ রেজা বানিয়েছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’।
ছবিটি মুক্তির আগেই রিকশায় ধরা দিলো তারই নির্মিত প্রথম ছবি ‘আয়নাবাজি’র প্রধান চরিত্র আয়না ওরফে চঞ্চল চৌধুরী! করোনার প্রকোপ চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকা এই সময়ে রিকশার পেছনে আঁকা ‘মাস্কপরা শরাফত করিম আয়না’ চমকে দিলেন নাগরিকদের। শুধু পেইন্টিং নয়, সঙ্গে রয়েছে ‘আয়নাবাজি’র ছায়া ধরে সংলাপও- ‘মাস্ক না পরলে করোনার ভেলকি লাগবে, বোঝনাই ব্যাপারটা?’
করোনা সচেতনতায় যারা এই প্রচারণাটি দেখেছেন, তারা নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন- সচেতনও। একইভাবে মুগ্ধ হয়েছেন চঞ্চল চৌধুরীও। রিকশাটি সরাসরি না দেখলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে তার কাছে এসেছে ছবিটি। শুক্রবার (২ এপ্রিল) দিবাগত রাতে সেটি ফেসবুকে শেয়ার করে চঞ্চল জানান- উক্ত পেইন্টারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তার ভাষায়, ‘হয় তো কোনও একজন রিকশা পেইন্টার মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়ানোর জন্য এই ছবিটি এঁকেছেন। আয়নার মুখে পরিয়েছেন মাস্ক! তারসঙ্গে মিলিয়ে লিখেছেন সংলাপও। আমি মনে করি, একজন শিল্পীর পক্ষ থেকে এটা সময়ের সবচেয়ে দরকারি সৃষ্টি। তাঁর (পেইন্টার) এই সামাজিক দায়িত্বশীল আচরণকে আমি শ্রদ্ধা জানাই। করোনা প্রতিরোধে বাকি দায়টা আমাদের।’
দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সফল ও মেধাবী এই অভিনেতা সবাইকে আহ্বান করেন, করোনা প্রতিরোধে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার। ‘এই মহামারি থেকে বাঁচার পথ একটাই- স্বাস্থ্যবিধি মেনে চলা’, যোগ করলেন ‘আয়নাবাজি’র আয়না।
জনসচেতনতা বাড়ানোর জন্য এই রিকশা পেইন্টটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার জন্য ভক্তদের অনুরোধ রাখেন ‘মনপুরা’, ‘দেবী’, ‘তাকদীর’খ্যাত এই অভিনেতা। এবং সামনে এই অভিনেতা আসছেন বাংলাদেশের সবচেয়ে বড় ছবি ‘বঙ্গবন্ধু’ নিয়ে। সঙ্গে থাকছে ‘হাওয়া’সহ অন্যান্য চলচ্চিত্র-সিরিজ চমক।