সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ৮৬৮ পয়েন্ট থেকে। বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে।
এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৭০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৪৪ পয়েন্টে। এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৪৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।