মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তবে ঈদের দিন সোমবার লেবু মিয়ার পক্ষের এক যুবক প্রতিপক্ষকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলি বিনিময়ের অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক ঘণ্টার এই সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের লোকজনসহ সালিশি ব্যক্তিরাও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামজিদ হোসেন বলেন, আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শরীরে গুলি লেগেছে কিনা, তা নিশ্চিত হতে এক্সরে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।