লেজার অস্ত্র নির্মাণে যুগান্তকারী আবিষ্কারের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন যে, তাদের তৈরি লেজার অস্ত্র যত দূরে খুশি এবং যতক্ষণ খুশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির বিজ্ঞানীরা জানিয়েছেন যে, হুনান প্রদেশের চাংশায় নতুন কুলিং সিস্টেমের পরিক্ষা চালানো হয়েছে। সেখানে উচ্চ-শক্তি সম্পন্ন লেজারগুলোর অপারেশন চলাকালীন যে ক্ষতিকারক তাপ তৈরি হয় সেটি নির্মূল করতে সক্ষম হয়েছে নতুন কুলিং সিস্টেম।
লেজার অস্ত্রে তাপ নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় প্রযুক্তগত চ্যালেঞ্জ। সেটি মোকাবেলা করতে নতুন আবিষ্কার যুগান্তকারী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।
চীনের সামরিক বাহিনীর গবেষকেরা জানিয়েছেন, তারা লেজার অস্ত্র নির্মাণে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন। তারা এমন একটি লেজার অস্ত্র আবিষ্কার করেছেন, যা দিয়ে যত দূরে খুশি এবং যতক্ষণ খুশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এতে অস্ত্রটি উত্তপ্ত হয়ে যাবে না বা কর্মদক্ষতা কমবে না।
চীনের বিজ্ঞান বিষয়ক জার্নাল অ্যাক্টা অপটিকা সিনিকায় এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা। সেখানে তারা জানিয়েছেন, তারা এমন একটি কুলিং সিস্টেম আবিষ্কার করেছেন—যা দিয়ে একটি লেজার গানকে যতক্ষণ খুশি ব্যবহার করা যাবে। কিন্তু দীর্ঘক্ষণ ব্যবহারেও এটি উত্তপ্ত হবে না।
গবেষকেরা নিবন্ধে লিখেছেন, ‘উচ্চ শক্তির লেজার সিস্টেম পরিচালনা আরও মসৃণ করার ক্ষেত্রে এটি একটি বিশাল যুগান্তকারী আবিষ্কার। এর ফলে কেবল উচ্চ শক্তির এবং উচ্চ মানসম্পন্ন লেজার বিম উৎপন্ন করা যাবে না একই সঙ্গে তা যতক্ষণ খুশি ব্যবহার করা যাবে।’
গবেষকেরা বলেছেন, এই কুলিং সিস্টেম গ্যাসের প্রবাহকে নিয়ন্ত্রণের মাধ্যমে লেজার অস্ত্রের ভেতরে উৎপন্ন হওয়া তাপকে কমিয়ে ফেলে। পাশাপাশি অস্ত্রের কম্পন কমিয়ে কর্মদক্ষতা আরও বাড়িয়ে তোলে। এর ফলে, লেজার অস্ত্র দিয়ে দীর্ঘক্ষণ একটানা কাজ চালিয়ে নেওয়া যাবে। এমনকি এই অস্ত্রের পাল্লা এবং শক্তিও বাড়ানো সম্ভব হবে।
এর আগে, যুক্তরাষ্ট্র বেশ কয়েক দফা লেজার অস্ত্র পরীক্ষায় সফল হওয়ার পরও তা ব্যবহার থেকে বিরত রয়েছে। এ বিষয়ে চীনা গবেষকেরা বলেন, ‘এসব প্রকল্প বাতিল হওয়ার পেছনের কারণ হলো—তারা (মার্কিনিরা) এসব অস্ত্র থেকে যতটা কার্যকারিতা প্রত্যাশা করেছিলেন তা পাননি।’
চীনা গবেষকেরা জানান, আপনি যখন অনেক দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চাইবেন তখন আপনাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে লেজার অস্ত্র চালু রাখতে হবে। কিন্তু এই অস্ত্রগুলো উচ্চ শক্তির হওয়ায় যে পথ দিয়ে লেজার গমন করে সেখানকার আশপাশের বায়ুকে উত্তপ্ত করে তোলে, যা প্রতিবন্ধক হিসেবে কাজ করে।