সীমান্তের ওপারে দাফন করা শহীদদের কবর দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও লোকায়ন জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করেছে। সেসময় শহীদ স্বজনদের লাশ নিজ এলাকায় দাফনের সাহস পেত না স্থানীয়রা। সীমান্ত এলাকার মানুষ ভারত সীমান্তে অনেক শহীদ স্বজনদের মরদেহ দাফন করেছেন। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়ে বাংলাদেশের অনেক শহীদের কবর আছে। সেসময় ভারতীয়রা আমাদের অনেক সহায়তা করেছে। এই কবরগুলো চিহ্নিত করে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, ভারত সীমান্তে থাকা কবরগুলো ফিরিয়ে আমাদের দেশে আনতে। তিনি আমাকে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেছেন দেশের জন্য প্রাণ দেওয়া প্রতিটি শহীদের কবর বাংলাদেশেই থাকবে। এই বিষয়ে আমরা কাজ করছি। দ্রুতই এর অগ্রগতির বিষয়ে আপনারা জানতে পারবেন।
বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের সৃতিচারণ করেন এই মুক্তিযোদ্ধা। সেইসঙ্গে বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কদিন লুকায়িত ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আমরা আরও তথ্য পাব।
লোকায়ন জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি দেখে মন্ত্রী বলেন, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব স্থানে শাহাদাৎবরণ করেছেন সেখানকার মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।