সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটা বালু মহাল -১ এর সীমানা পুণ:নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, উপজেলার প্রশাসন, বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)’র দায়িত্বশীলরা সরেজমিনে উপস্থিত থেকে ইজারাপক্ষ দ্বয়কে জাদুকাটা বালু মহাল -১ এর সীমানা পুন:নির্ধারণ করে দেন। উল্লেখ্য,চলতি বছরের ১০ জুন জাদুকাটা বালু মহাল ইজারাপ্রাপ্ত হয়ে ১২ জুন দখলসত্বপ্রাপ্ত হন ইজারাদারগণ। এরপর সীমানা জটিলতার কারণে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বাঁধার মুখে শ্রমিকদের বালু উত্তোলন কাজ ব্যাহত হয়। এ নিয়ে ইজারাদারগণ উচ্চ আদালতে শরণাপন্ন হলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার জেলা প্রশাসন পুনরায় বালু মহালের সীমানা নির্ধারণ করে দেন ইজারাদারগণকে।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিজিবি’র দায়িত্বশীলদের উপস্থিতিতে তাহিরপুরের লাউরগড় সীমান্তের জাদুকাটা নদী বালু মহাল -১ এর ইজারাদারগণ সর্বসম্মতিক্রমে জাদুকাটার নৌপথে সীমান্তের জিরো লাইন (শুন্য রেখা) হতে ১৬৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে বালু মহাল এলাকা হতে শ্রমিকদের বালু উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ ও সীমানা পুন:নির্ধারণ করে দেয়া হয়।
সীমানা নির্ধারণকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, ,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর (রেভিনিউ) মো. রেজাউল করিম, ইজারাদার পক্ষদ্বয়ের বালু মহাল অংশীদার জিয়াউল হক, বালু মহাল ইজারাদার আজাদ হোসেন, সেলিম আহমেদ,উপজেলা ভূমি অফিস,সার্ভেয়ার, বালু উত্তোলনকারী শ্রমিক, সর্দার,থানা পুলিশ,বিজিবি সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।