ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর সিলেট থেকে মালবাহী উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। গতকাল রাত ৮টা ১৫ মিনিটে প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্ট পণ্য নিয়ে কার্গো বিমানের একটি ফ্লাইট স্পেনের উদ্দেশে উড়াল দেয়। এর মধ্য দিয়ে সিলেট থেকে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো।
এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, ‘সিলেটে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক। স্বাধীনতার পর সিলেট বিমানবন্দর প্রথমবার কার্গো ফ্লাইট পরিচালনা করছে।’
ভারতে ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার পর আমরা সিলেট থেকে কার্গো ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে আমরা পরিবহন খরচ কমানোর পরিকল্পনা করেছি। বিগত সরকার দেশের উৎপাদনশীলতাকে ঝুঁকির মুখে ফেলে গেছে। আমরা সেই দায়ভার বহন করছি।’