ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে ওয়ানডেতে সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে হেরে এবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামীকাল মিরপুরে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয়ের মিশনে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ফাহিমা খাতুন। তিনি বলছিলেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে আমরা অনেক আলোচনা করেছি। আমি বলব, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি… দুর্ভাগ্যবশত… ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। ’
‘আমরা জানি, সবারই সামর্থ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। তবে গত দুই দিনে সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে, আমাদের কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমরা আশাবাদী। দল হিসেবে কালকে চেষ্টা করবো।’
তিনি আরো বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, কখন কী ধরনের পরিস্থিতিতে পড়তে হবে আমরা কেউ জানি না। আমিও হয়তো সেভাবে বলতে পারব না, আমরা কালকে কী ধরনের স্কোর করব। তবে আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ইউনিটের সবাই ব্যক্তিগতভাবে অনেক অনেক চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত হয়নি। তবে কালকের ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। কালকে যদি আমরা আগে ব্যাটিং করি, ভালো একটা স্কোর দেওয়ার চেষ্টা করব। ’
‘গত ম্যাচে যদি দেখেন, হ্যাঁ ওরা অনেক অ্যাসেস করেছে। ওরাও একটা ভালো… আমাদের দল থেকে যদি দেখেন পিংকি ও রিতু ভালো শুরু করেছিল। দুর্ভাগ্যবশত ওপেনাররা হয়তোবা করতে পারছে না। তারাও অনেক চিন্তা করেছে, এই পিচে কী ধরনের ক্রিকেট খেলা উচিত। তারাও অ্যাসেস করার চেষ্টা করছে। গত দুই দিন আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা চেষ্টা করছি ভালো কিছু দেখানোর। ’