সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপি ভোটের মনোনয়নকারীদের নাম ও নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে বলছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। যার অনুলিপি সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র, ছয়টি পৌরসভায় মেয়র, একটি উপজেলা পরিষদ ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থীকে মনোনয়ন কে দেবেন, সেই ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা হবে। আগামী সাতদিনের মধ্যে দলের মনোনীত ব্যক্তির নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়ে তার অনুলিপি ইসিতেও পাঠাতে হবে।
ইসি জানায়, কোনো রাজনৈতিক দল কোনো পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবে না। একাধিক ব্যক্তিকে মনোনয়ন করলে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউপিতে ওই দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
ইসি আরও জানায়, সংশ্লিষ্ট রাজনৈতিক দল তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাবে। ওই পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠাবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০-২২ মে, আপিল নিষ্পত্তি করা হবে ২৩-২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এই একই তফসিলে ছয়টি পৌরসভা, একটি উপজেলা এবং ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।