সময়ের দাবী
No Result
View All Result
Wednesday, July 2, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home জাতীয়

সিইসি পদে এবার সাবেক বিচারপতি

February 7, 2022
in জাতীয়
Reading Time: 1min read
A A
0
ইউপি নির্বাচনে স্থগিত হওয়া ৫৮ কেন্দ্রের ভোটগ্রহণে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ
Share on FacebookShare on Twitter

টানা তিন মেয়াদ পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে আসছেন একজন সাবেক বিচারপতি। অবশ্য এর বিপরীতে কয়েকজন সাবেক আমলার নামও আলোচনায় রয়েছে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিইসি পদে নিয়োগ পেয়েছিলেন সাবেক সচিব ড. এ টি এম শামসুল হুদা। তার নেতৃত্বেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পরের দু’জন সিইসিও ছিলেন সাবেক আমলা। তারা হচ্ছেন সাবেক দুই সচিব কাজী রকিবউদ্দীন ও কে এম নূরুল হুদা।

বিচারপতিদের মধ্যে সর্বশেষ সিইসি পদে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি এম এ আজিজ। ওয়ান-ইলেভেনের আগে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে এই বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল। অবশ্য সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর তুমুল আন্দোলনের মুখে তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

নির্বাচন কমিশন গঠন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা জানিয়েছেন, সিইসি নিয়োগ নিয়ে এরই মধ্যে নানামুখী আলাপ-আলোচনা শুরু হয়েছে। গতকাল রোববার নতুন সার্চ (অনুসন্ধান) কমিটির বৈঠকেও এ নিয়ে অল্পবিস্তর আলোচনা হয়েছে। ওই আলোচনায় সিইসি পদে একজন সাবেক বিচারপতিকে নিয়োগ দেওয়ার বিষয়েই জোরালো সমর্থন এসেছে।

সূত্র জানায়, সিইসি পদের জন্য সম্ভাব্য তালিকায় রয়েছেন বেশ কয়েকজন সাবেক বিচারপতি। তাদের মধ্যে আপিল বিভাগের দু’জন সাবেক বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও আবু বকর সিদ্দিকী আলোচনার পুরোভাগে রয়েছেন। মো. মমতাজ উদ্দিন আহমেদ কিছুদিন আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে এসেছেন। আবু বকর সিদ্দিকী গত বছরের ২৯ জুলাই অবসরে গেছেন।

সিইসি পদে কয়েকজন সাবেক আমলার নামও আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদের সাবেক দুই সচিব মোশাররাফ হোসেন ভূইঞা, মোহাম্মদ শফিউল আলম, পিএসসির (পাবলিক সার্ভিস কমিশন) সাবেক চেয়ারম্যান, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করবে। অর্থাৎ আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটিকে এই সুপারিশ দিতে হবে। এর আগে ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফুরিয়ে যাবে।

এ অবস্থায় সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল সার্চ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, ১৫ কার্যদিবসের প্রয়োজন হবে না। এর আগেই সার্চ কমিটি তাদের কাজ গুছিয়ে আনবে। এই কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্য থেকেই একজনকে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সংশ্নিষ্টরা জানিয়েছেন, নতুন ইসি গঠনের বেলায় ২০১২ ও ২০১৭ সালের পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ সিইসি ছাড়া এবারও চার নির্বাচন কমিশনার পদে প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত জেলা জজ এবং একজন নারী নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সার্চ কমিটি প্রতিটি পদের বিপরীতে দু’জনের নাম সুপারিশ করবে।

অবশ্য এই কমিটি শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক ও সংশয়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার শুরু থেকেই নেতিবাচক মনোভাব পোষণ করা হচ্ছে। সার্চ কমিটির কাজের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ) ও সুজন (সুশাসনের জন্য নাগরিক)।

২০১২ সালের ২২ জানুয়ারি ইসি নিয়োগে গঠিত প্রথম সার্চ কমিটি সুপারিশ আকারে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিল। ওই সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে সিইসি ও নির্বাচন কমিশনার মনোনয়নের জন্য সর্বোচ্চ পাঁচটি নাম পাঠানোর আহ্বান জানানো হয়েছিল। সরকারের অবসরপ্রাপ্ত সব মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের নামের তালিকাও মন্ত্রিপরিষদ সচিবের কাছে চাওয়া হয়েছিল। একইভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে অবসরপ্রাপ্ত জেলা জজদের নামের তালিকা কমিটিতে পাঠানোর আহ্বান করা হয়েছিল। এ ছাড়াও যোগ্য ব্যক্তিদের নাম সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছিল সার্চ কমিটির সদস্যদের। পরে সব নাম নিয়ে বৈঠকে বসে সার্চ কমিটি। তারপর চূড়ান্ত হয় সুপারিশ করা ১০ জনের নাম। একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল গত মেয়াদেও।

এর আগে দায়িত্বে ছিলেন যারা: স্বাধীনতার আগে ১৯৫৬ সালে ঢাকায় পাকিস্তান নির্বাচন কমিশনের একটি দপ্তর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনে ১১ জন সিইসি ও ২৩ নির্বাচন কমিশনার এ পর্যন্ত নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সামরিক শাসনামলে একজন সিইসির মেয়াদ বাড়ানোর ঘটনা ঘটেছে। প্রথম সিইসি মো. ইদ্রিসের পাঁচ বছর মেয়াদ ১৯৭৭ সালের ৭ জুলাই শেষ হলে পরদিনই নিয়োগ পান বিচারপতি এ কে এম নুরুল ইসলাম। তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে প্রায় আট বছর সিইসি ছিলেন। ১৯৮৫ সালে ১৭ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষের দিনে নিয়োগ পান বিচারপতি চৌধুরী এ টি এম মাসুদ।

এরপর বিচারপতি সুলতান হোসেন খান ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি সিইসি হন। তিনি ওই বছর ২৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর বিচারপতি আবদুর রউফ সিইসি হিসেবে নিয়োগ পান। পরের কমিশনে সিইসি হন বিচারপতি এ কে এম সাদেক। এরপর পর্যায়ক্রমে সিইসি হন মোহাম্মদ আবু হেনা, এম এ সাঈদ ও বিচারপতি এম এ আজিজ। এম এ আজিজের বিরুদ্ধে তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ অন্যরা রাজপথে আন্দোলনে নামে। ফলে তিনি পদত্যাগে বাধ্য হন।

বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় কয়েক দফায় নিয়োগ পেয়ে একসঙ্গে সাতজন কমিশনার দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা একযোগে পদত্যাগ করেন। এরপর ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের নির্বাচন কমিশন। ওই সময়ে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনী আইনে বড় ধরনের সংস্কার করা হয়। ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কমিশন দায়িত্ব পালন করে। তখন পর্যন্ত কমিশনের সদস্য সংখ্যা কতজন হবে, তা নির্দিষ্ট ছিল না। পরে সংবিধান সংশোধন করে সিইসিসহ কমিশনের সদস্য সংখ্যা পাঁচজনে নির্দিষ্ট করা হয়।

Share61Tweet38Share15
Previous Post

সম্মতি না দিলে মার্কিন সামরিক অনুদান অনিশ্চিত

Next Post

দক্ষিণ সুদানের প্রতিনিধি দল ঢাকায়

Related Posts

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে
জাতীয়

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে

July 1, 2025
জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক : প্রধান উপদেষ্টা
জাতীয়

জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক : প্রধান উপদেষ্টা

July 1, 2025
আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

June 30, 2025
সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি : পরিবেশ উপদেষ্টা
জাতীয়

সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি : পরিবেশ উপদেষ্টা

June 30, 2025
এনবিআর সংকট সমাধানে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি
জাতীয়

এনবিআর সংকট সমাধানে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি

June 30, 2025
আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

June 30, 2025
Next Post
দক্ষিণ সুদানের প্রতিনিধি দল ঢাকায়

দক্ষিণ সুদানের প্রতিনিধি দল ঢাকায়

Recent News

নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্র ও ক্রেন

নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্র ও ক্রেন

July 1, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা