আইপিএলে অধিনায়কত্ব করার জন্য নিজেদের সবথেকে দামী ক্রিকেটারকেই বেছে নিয়েছে হায়দরাবাদ। গত বছর নিলামে সাড়ে ২০ কোটি রূপি দিয়ে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় হায়দরাবাদ। বিশ্বকাপজয়ী এই অস্ট্রেলীয় অধিনায়ককেই এবার নিজেদের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ।
এরপর গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার দলকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নেয় অজিরা। অস্ট্রেলিয়াকে দারুণ সাফল্য এনে দেয়া কামিন্সের উপরই এবার তাই ভরসা রাখছে হায়দরাবাদ।
গত বছর নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০ কোটির বেশি রূপি অর্থ দিয়ে কামিন্সকে কিনে নেয় হায়দরাবাদ। আইপিএল ইতিহাসের সবথেকে দামী ক্রিকেটারেও পরিণত হয়েছিলেন অজি এই অধিনায়ক। যদিও কয়েক ঘন্টার মাঝেই এই রেকর্ড ভেঙে দেন তারই স্বদেশী আরেক পেসার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।