গেল সপ্তাহে দেশের পুঁজিবাজারে সবগুলো সূচক নিম্নমুখী থাকলেও মোট লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এতে গত সপ্তাহে দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫৩৮ কোটি ৬ লাখ টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার কোটি টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৯ হাজার ২৫৮ কোটি ২৬ লাখ ১৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১২ হাজার ৩৩২ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ৭০৩ কোটি ১৩ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৪৯৭ কোটি ৫৯ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহে ৩৫১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৮২ লাখ ৭৬ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৩০ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৪.৫১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৭৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৮০৬.৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৩.৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গেল সপ্তাহে ৩৪০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।