গতকাল কুমিল্লা ও রংপুরের মধ্যে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় সালাউদ্দিনকে কী অদূর ভবিষ্যতে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যেতে পারে।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশংসায় ভাসিয়ে মঈন বলেন, সে বিশ্বের অন্যতম সেরা কোচ, আমার খেলা কোনও দলের। সে খুব ভালো তরুণদের সঙ্গে। অবশ্যই বাংলাদেশের সেরা, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একটু অবাক হয়েছি সে বাংলাদেশের হেড কোচ না। আমি নিশ্চিত না সে কখনো ছিল কি না। ওটা ভিন্ন কারণ। কিন্তু সে অন্যতম সেরা কোচ, টপ পাঁচের মধ্যে আছে।
জেমি সিডন্স প্রধান কোচের দায়িত্ব নেয়ার আগের বছর ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। এরপর আর জাতীয় দলের আঙিনায় দেখা যায়নি তাকে।
দেশের ক্রিকেটে অন্যতম বড় কোচ সালাউদ্দিন। সেই সাথে বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসর থেকে তার কোচিংয়েই খেলছে কুমিল্লা। এই সময়ের মধ্যে ছয়বার অংশ নিয়ে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।