গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁতে। সেদিন অন্তত ২৫ রাউন্ড গুলি চলে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। তবে নেই হতাহতের কোনো খবর।
বলা বাহুল্য, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আরও জোরদার হামলা চালানো হয়েছে এইবার কপিলের ক্যাফেতে। আর এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু লরেন্স বিষ্ণোই নয়, দ্বিতীয়বারের এ ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে গোল্ডি ঢিঁলোর গ্যাং ও। তবে এখানেই যে ব্যাপারটা থেমে যাবে না- তা জানিয়ে দিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের প্রধানরা। ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য জায়গায় ভাইরাল হওয়া ভিডিও বলতে শোনা যায়, ‘খুব শীঘ্রই আবার হামলা চালানো হবে। তবে এবার আর কানাডা নয়, হামলা চালানো হবে মুম্বাইয়ে।’
প্রসঙ্গত, কানাডায় ব্যবসা করার উদ্দেশ্যে একটি ক্যাফে খুলেছিলেন কপিল। কিন্তু রেস্তোরাঁ খোলার একসপ্তাহের মধ্যেই আসতে থাকে হুমকি। গত ৯ জুলাই রাত ১টায় ক্যাফেতে গুলিবর্ষণ করা হয়। এক মাস কাটতে না কাটতেই ফের হামলা চলল ক্যাফেতে।