আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে। রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে চাঁদকে। নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে তার কুশপত্তলিকা দাহ করা হয়। রাজশাহীকে বিএনপিমুক্ত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নেত্রকানায় বিএনপি কার্যালয় ভাঙচুর এবং চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়েছে। এক বিএনপি নেত্রীর বাসায় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ফরিদপুর ও লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন দলটির নেতারা।
রাজশাহী : জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আবারও রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে বিএনপি নেতা চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বিক্ষোভ শেষে মহানগরীর জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশে চাঁদকে দ্বিতীয়বারের মতো অবাঞ্ছিত ঘোষণা এবং তার কুশপুত্তলিকা দাহ করে রাজশাহীকে বিএনপিমুক্ত করতে সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনি, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন।
এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। পুঠিয়ার বানেশ্বর বাজারে এ কর্মসূচি পালিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্মসাধারণ সম্পাদক রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ-সদস্য আয়েন উদ্দিন প্রমুখ। সভা শেষে চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পাশপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠন পৃথক পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। নগরীর আন্দরকিল্লা মোড়ে সোমবার বিকালে মহানগর আওয়ামী লীগের সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আর কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমরা সহ্য করতে পারি না। এখন তাদের রেড কার্ড শো করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই অপশক্তিকে নির্মূল করা না হলে জাতি দায়মুক্ত হবে না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করব।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম-৮ আসনের সংসদ-সদস্য নোমান আল মাহমুদ, মশিউর রহমান চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীর আন্দরকিল্লা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতারা। নগর স্বেচ্ছাসেবক লীগ নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে সভাপতি দেবাশীষ নাথ, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ নেতারা বক্তব্য দেন।
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। নাসিরাবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মো. মহিউদ্দিন। নগরীর ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন হাবিবুর রহমান তারেক।
নেত্রকোনা : দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এতে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমানের নেতৃত্বে শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে মোক্তারপাড়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়। এর কিছুক্ষণ পর যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছোটবাজারে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে কার্যালয়ের তালা ভেঙে সেখান থেকে প্লাস্টিকের চেয়ার-টেবিল বাইরে এনে আগুন ধরিয়ে দেন। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর করেন।
বিএনপি নেত্রী ড. আরিফা জেসমিন যুগান্তরকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই সোমবার পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের মিছিল এসে আমার বাসা-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আমি থানায় জিডি করতে চাইলেও পুলিশের সহযোগিতা পাচ্ছি না।’ বিএনপি কার্যালয়ে তালা ভেঙে চেয়ারে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ রকম কোনো ঘটনা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন ঘটায়নি। যতটুকু জানি, জেলায় বিএনপির মধ্যে বিবদমান দুটি গ্রুপ আছে। তারা অভ্যন্তরীণ কোন্দলে হয়তো এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাতে চাচ্ছে।
বাঘা (রাজশাহী) : সোমবার বিকালে বাঘা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আবু সাঈদ চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু প্রমুখ।
সিলেট : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। সোমবার দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
চারঘাট (রাজশাহী) : চারঘাটে চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা এবং দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের যৌথ নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে বাজার চার রাস্তার মোড়ে চাঁদের কুশপুত্তলিকা দাহ শেষে এ দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
রংপুর : সোমবার সকালে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, মমতাজ উদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা এসএম সাব্বির হোসেন প্রমুখ। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ : বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সোমবার সকালে নগরীর শিববাড়ীতে আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলীয় নেতাকর্মীরা।
ফরিদপুর : শহরের কাঠপট্টি সড়কে জেলা বিএনপি অফিসের সামনের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে বিএনপি অফিসে হামলা চালানো হয়। এ সময় অফিসের সামনে টানানো খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার ও অফিসের তালা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরীয়া স্বপন জানান, ১০ থেকে ১৫ জনের একদল হামলাকারী বিএনপি অফিসে তালা ভেঙে ঢোকার চেষ্টা করে। তারা ঢুকতে না পেরে ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার নিন্দা জানান দলের নেতারা।
এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ র্যালি ও সভা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলীপুর শেখ রাসেল স্কয়ার হতে একটি বিক্ষোভ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
কুমিল্লা : জেলার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, মো. মশিউর রহমান খান, আবু তাহের চেয়ারম্যান, অধ্যাপক আলমগীর হোসেন, আব্দুর রশিদ, বিষ্ণু কুমার ভট্টাচার্য, হাজী নেয়াজ আলী সর্দার প্রমুখ।
লালমনিরহাট : জেলার হাতীবান্ধায় পুলিশের উপস্থিতিতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার বিকালে বিক্ষোভ মিছিল চলাকালে আ.লীগের নেতাকর্মীরা এ ভাঙচুর চালায় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন আ. লীগের নেতারা। এদিকে দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কিছুক্ষণ পর প্রতিবাদ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে হাতীবান্ধা অডিটোরিয়াম চত্বর থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ধরে উপজেলার মেডিকেল মোড় এলাকার দিকে যায়। সেখান থেকে ফেরার পথে মিছিলের পিছনে থাকা কিছু নেতাকর্মী হাতীবান্ধা ফিলিংস্টেশনসংলগ্ন এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর চালায়। হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে হামলা চালিয়ে আমাদের পার্টি অফিসের তালা ভেঙে ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিসে থাকা চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও একটি টিভি ভাঙচুর করা হয়।’
বিক্ষোভ সমাবেশে উপজেলা আ.লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ.লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, আ.লীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।