রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামের কাছাকাছি লাখীপুরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সকালে ঢাকা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।
ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।