সারাদেশে গ্রেফতার হওয়া হেফাজতের নেতাকর্মীদের মুক্তি না দিলে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়িতে গভীর রাতে হানা দিচ্ছে। নির্বিচারে গ্রেফতার করছে। কয়েকদিন আগে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়েছে। আবার এসব ঘটনার মামলায় আমাদেরকে আসামি করেছে।’
হেফাজতের আমির বলেন, ‘এত জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। হেফাজতের সরলতাকে দুর্বলতা মনে করলে, সরকারকে এর চরম মাশুল দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেফতার ও মামলা বরদাশত করা হবে না। হেফাজতে ইসলাম দেশে শান্তি-শৃঙ্খলা চায়। তবে জুলুমের কারণে দেয়ালে পিঠ ঠেকে গেলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।’