গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সাভারে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে পরিবেশবিদ বারিক চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জানাজা পূর্ব মুহূর্তে পরিবার থেকে দেওয়া বক্তব্যে এসব কথা জানান তিনি।
পরিবেশবিদ বারিক চৌধুরী বলেন, সন্তান হিসেবে বাবার ইচ্ছা অনুযায়ী লাশ দান করতে চেয়েছিলাম। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র ও ঢাকা মেডিকেল তার প্রতি সম্মান রেখে লাশ ধরতে রাজি হয়নি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তার লাশ দাফন করা হবে।
তিনি বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি এদেশের মানুষের জন্য এত বছর কাজ করলেন, বিশেষ করে গরিব মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছেন।
জানাজায় উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, এমন কেউ নেই, যে বাবার লাশকে ছুরি লাগাবে। এটা তার প্রতি সম্মানার্থে বলা হয়েছে। তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন। সেই সম্মানবোধ থেকে তার লাশে কেউ হাত দিতে রাজি হয়নি। এতে কেউ রাজি না হলে আমাদের তো কিছু করার নেই। তাই আগামীকাল বৃহস্পতিবার স্বাধীন বাংলাদেশের প্রথম মেডিকেল সেন্টার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হবে।