সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে ১৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৬। র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মো. গালিব হোসেনের নেতৃত্বে রোববার (৬ নভেম্বর) রাতে শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী ব্রিজ সংলগ্ন দ্বীন মোহাম্মাদের নির্মাণাধীন দোকানের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
এ ব্যাপারে মেজর মো. গালিব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে লুকানো ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকালে ককটেলগুলো শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, সোমবার বিকেলে র্যাব পরিত্যক্ত ককটেলগুলো থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।