ওই নোটিশে উল্লেখ করা হয়- রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রক্টরের সঙ্গে দেখা করা যাবে। নির্ধারিত সময়ে তিনি দফতারে না পাওয়া গেলে জরুরি প্রয়োজনে মোবাইল নম্বরে কল দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে প্রক্টরের দফতরের দরজায় সাঁটানো মোবাইল ফোন নম্বর ও প্রক্টরের ব্যক্তিগত নম্বরে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
ববি রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, আমাদের বর্তমান প্রক্টরও শিক্ষার্থীবান্ধব। দরজায় নোটিশ সাঁটানোর বিষয়টি আমি অবগত নই। বিষয়টি নিয়ে প্রক্টরের সঙ্গে আলাপ করবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ববির তৎকালীন প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেন। ওই দিনই বর্তমান প্রক্টর রফিকুল ইসলাম যোগদান করেন।