অনেক দিন ধরেই আলোচনা চলছে সাকিব আল হাসানের শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে চাওয়া নিয়ে। তবে সে আলোচনা যেন বহুগুণ বেড়ে গেছে সাকিবের এক সাক্ষাৎকারের পর।
আগে বিসিবি থেকে বলা হয়েছিল, সাকিবের অনাগ্রহ আছে টেস্টে। এরপর এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, টেস্ট খেলতে চান না, এমন কিছু বলেননি। তার পাঠানো চিঠি না পড়েই সমালোচনা করা হচ্ছে বলেও দাবি করেন দেশসেরা এই ক্রিকেটার। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইপিএল খেলতে তার কাছে ফোনও করেছিলেন সাকিব।
দেশের এক শীর্ষ দৈনিককে তিনি বলেছেন, ‘ও আমাকে ফোন করে বলেছে যে আইপিএল খেলতে চায়। আমি বললাম, ‘তুমি এটা কি বল? আমরা শ্রীলঙ্কা (সিরিজ), আমরা এখন এত খারাপ খেলছি টেস্ট। তোমাকে তো পেলাম না গত কদিন। ভারতে পেলাম না, পাকিস্তানে পেলাম না, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও পেলাম না। সেই জায়গায় এখন আরেকটা সিরিজ আছে এখানে তোমাকে কীভাবে অনুমতি দেই?’ তো ওর কথা শুনে মনে হলো যে ও যাবেই। তখন হঠাৎ করে আমার মনে হলো ঠিক আছে জোর করে তো খেলিয়ে লাভ নেই।’
সাকিবকে তিনিই আইপিএল খেলার অনুমতি দিয়েছেন বলে জানান পাপন, ‘ওকে বললাম, ‘চিঠি দাও।’ চিঠি দিয়েছে। বোর্ডের অনেকেই রাজি ছিল না। আমিই বলেছি, না দিয়ে দাও (অনুমতি)। দিয়ে দিছে। এখানেই তো শেষ। ওই সিরিজে যাওয়া, না যাওয়া ওখানেই শেষ। এরপর তো আমি আর কথাও বলিনি। আমি একটা কথা বলেছিলাম কে কোন ফরম্যাট খেলতে চায় এটা আমরা মে-জুন মাসের মধ্যে জেনে নিতে চাই।’
সাকিবের টেস্টে অনাগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগেও চিঠি দিয়েছিল, সে টেস্ট খেলতে চায় না। আমাকে চিঠি দিয়েছিল আগে, সে টেস্ট খেলবে না। জানেন কি না জানি না (২০১৭ দক্ষিণ আফ্রিকা সফরে)। আমার কথা হলো জাতীয় দলের খেলা থাকলে কোন খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারে না বা যাওয়ার কথা না, এজন্য বলা হয়েছে বোর্ডের অনুমতি নাও। এটা কিন্তু আইসিসিতে করা হয়েছিল এই কারণে।’