আর একদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। আইসিসির নয়া টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রের প্রথম সিরিজ খেলতে যাচ্ছে এই দুই দল। ঘরের মাঠে হতে যাওয়া ম্যাচে টাইগার শিবিরে থাকছেন না দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এ দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে টেস্টে টাইগারদের একমাত্র সুখস্মৃতি সেই ২০২২ সালের মাউন্ট মঙ্গানুই টেস্ট। যেখানে ব্ল্যাকক্যাপসদের তাদেরই ঘরের মাঠে হারায় বাংলাদেশ। তবে সেই সব অতীতকে পেছনে ফেলে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আসেন কিউই কোচ লুক রনকি। সাকিব-তামিম না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা অভিজ্ঞ, অনেক ক্রিকেট খেলেছে বাংলাদেশের হয়ে। ওদের না থাকা দর্শকদের জন্য নিশ্চয়ই হতাশার। আমাদের জন্য অবশ্যই ভালো। ওরা থাকলে ওদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা নিতে হতো। সেটা নিতে হচ্ছে না।’
রনকি আরো বলেন, ‘এটি তাদের ঘরের মাঠ। ওরা কন্ডিশন খুব ভালো চেনে এবং দেশে খুব ভালো খেলে। আমাদের এটি নিশ্চিত করতে হবে যেন তাদের ব্যাটসম্যানরা সহজে রান করতে না পারে এবং বোলারদের উইকেটের জন্য সংগ্রাম করতে হয়। দুই দলেরই স্পিন ও পেস বিভাগের মান বেশ ভালো। তো এসব দিক থেকেই চ্যালেঞ্জ আসবে। এমন আক্রমণের বিপক্ষে কেমন খেলে, সেটিই দেখার।’
দুই দলের মাঝেই স্পিনারদের আধিক্যতা নিয়ে কিউই কোচ বলেন, আমি মনে করি, বাংলাদেশে এটিই (স্পিনারদের লড়াই) ক্রিকেটের ধরন। স্পিনারদের অনেক সম্পৃক্ততা থাকে। এখানকার উইকেটে খুব বেশি গতি দেখা যায় না। তো আমরা সেভাবেই অনুশীলন সাজিয়েছি। উইকেটে আমরা বাউন্সে তারতম্য ও কিছুটা টার্নের আশা করছি। দেখা যাক, শেষ পর্যন্ত কেমন হয়।’
আগামী ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ সময় সকাল ৯টা বেজে ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল।