মিরপুরে এক মাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রানের অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ১৫৫ রানের লিড পেয়েছে সাকিব-তামিমরা। সে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাকিব-তাইজুলের ঘূর্ণিতে চার উইকেট হারিয়ে বিপাকে আইরিশরা।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জেমন ম্যাককুলাম। সাকিবের পর জোড়া আঘাত হানেন তাইজুল। তাইজুলের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি শার্প টার্নে ঢুকছিল স্টাম্পের দিকে। ব্যাট নামাতে দেরি করে মারে কমিন্স। বল আঘাত হানে প্যাডে। জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর ৬ষ্ট ওভার করতে এসে তাইজুলের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন অ্যান্ড্রু বালবির্নি।
অপরদিকে সাকিব নিজের চতুর্থ ওভার করতে এসে আবারও কার্টিস ক্যামফারকেও লিটনের তালুবন্দি করেন তিনি। ফলে প্রথম ইনিংসে ৩ ওভার করা সাকিব দ্বিতীয় ইনিংসে শুরু দিকে চার ওভার করে তুলে নেনে দুই উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩ রান আইরিশদের।